2019/01/25

বন্ধনী ও প্রথম বন্ধনী কী? কোথায়-কিভাবে ব্যবহার হয়?

bracket and parenthesis
difference between bracket and parenthesis and where how to use?

 ইংরেজী “ব্র্যাকেট এর বাংলা অর্থ হল বন্ধনী। বাক্যের মধ্যে যখন কোন তথ্য বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়, তখন ধরে নিতে হয় যে উক্ত তথ্য গুরুত্বপূর্ণ নয়। বন্ধনীভূক্ত তথ্য সাধারণত অতিরক্ত তথ্য হিসেবে দেওয়া হয়। যদি কখনো বন্ধনীভূক্ত তথ্য মুছেও ফেলা হয় তবে বাক্যের কোন পরিবর্তন হবে না। উদাহরণঃ বাংলাদেশ কৃষি বিশবিদ্যালয় (বাকৃবি) কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখানে যদি বন্ধনীভূক্ত তথ্য “বাকৃবি” নাও দেওয়া হয়, তারপরও বাক্যের অর্থ পরিবর্তন হবে না।
বন্ধনী এবং প্রথম বন্ধনীঃ ইংরেজী Bracket অর্থ বন্ধনী এবং parenthesis অর্থ প্রথম বন্ধনী।   এর মধ্যে পার্থক্য নির্ণয় করা খুবই বিভ্রান্তিকর। সাধারণত, প্রথম বন্ধনী বলতে গোলাকার বন্ধনী ( ) এবং বন্ধনী বলতে [ ] বুঝায়। যাইহোক, আমরা অধিক অধিকভাবে গোলাকার বন্ধনী অথবা স্কয়ার বন্ধনীর [ ] ব্যবহার দেখে থাকি।
বিশেষভাবে বন্ধনী/স্কয়ার বন্ধনী [ ] বিশেষ কৌশলগত কিছু প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।যখন বাক্যের সাথে আমরা কিছু ব্যাখ্যা দিয়ে থাকি, তখন গোলাকার () বন্ধনী ব্যবহার করা হয়।
কিছু উদাহরণ দেওয়া হল
প্রথম বন্ধনী:
* সরকারী শিক্ষা রিপোর্ট (জুন ২০১৮) অনুযায়ী সমগ্রদেশে শিক্ষিতের হার বেড়েছে।
* হিমালয় যাওয়ার পথে আমি কাঠমান্ডু (যেটি পুরো পর্যটকপূর্ণ ছিল) ভ্রমণ করেছি ।
 বন্ধনী [] :
*  সে [পুলিশ অফিসার] প্রমাণ করতে পারেনি যে, তারা এটি করেছে।
*  সফটওয়্যার কোডিং করার ক্ষেত্রে টেকনিক্যাল ব্যপারে ব্যাপক ভাবে বন্ধনী [ ] ব্যবহৃত হয়।

No comments:

Post a Comment