2019/05/14

জেনে নিন আরবিতে দৈনিক ব্যবহৃত শব্দার্থ ও বাক্যাংশসমূহ

know-arabic-words-and-phrase-in-bengali-and-english

 তা’আলে(মহিলা) বেথ-  আমাদের বাড়ীতে আস
 ইউআন -  ক্ষুদার্থ
 আচহান-  তৃষ্ণাত
আনদিকম চাই মিনফাদলাক(পুরুষ)/মীনফাদলিক(মহিলা)? -  আপনকি চা পেয়েছেন, দয়া করে ?
 লা আনদিনা বেস গাওয়া-  না,আমাদের শুধু কফি আছে।
 লেইস, ইন্তি মাই শরাব চাই?-  কেন, আপনি চা পান করেন না?
 লা আহনা বেস শরাব আসিইর- না, আমরা শুধু জুস পান করি।
ওয়ায়িত/ওয়াগিত আক্কিল-  অনেক খাবার
 শিহনু গাললিত মাররা?-  মহিলাটি কি বলেছিল?
মাররা গাললিত, ইনতা মা’আকু/লা মুউক-  মহিলাটি বলেছে, তুমি নির্বোধ/তোমরা মগজ নাই

know-arabic-words-and-phrase-in-bengali-and-english

মা’আকু/লা মুউক অথবা লা দিমাগা -  ঘিলু নাই
 আ’কু মুউক- ঘিলু আছে, বুদ্ধি আছে।
ইনতা মা’আকু/লা মুউক- তোমার ঘিলু নাই।
মা’আকু/লা ওয়াকত- সময় নাই
ওয়াকত - সময়
 মা’আকু শাই/লা শাই-কিছু না
আনা ম’আকু/লা ওয়াকত আল ইউম- আজ আমার সময় নাই
ইয়েমকিন/মুমকিন, আশুপিছ আল ইউম আহাদ-  সম্ভবত, রবিবার দেখা হবে।
ভালো, মা’আকু/লা মুশকিলা-  ভালো, সমস্যা নাই
মা’আকু/লা ইস্তাকেল বা সগল-  কাজ নাই
আ’কু/ফি ইস্তাকেল/সগল আল ইউম- আজ কাজ আছে
আ’কু/ফি আক্কিল-  খাবার আছে
মা’আকু/লা আক্কিল-   খাবার নাই
know-arabic-words-and-phrase-in-bengali-and-english

 আকু/ফি ওয়েইদ/ওয়াগিত আক্কিল বিল তাহালাগিয়া-  ফ্রিজে প্রচুর খাবার আছে।
আ’কু/ফি মাই -  পানি আছে
মা’আকু/ম’ফি মাই বিল হাম্মাম-  টয়লেটে পানি নাই
আনতা তাবিন মাই?-   আপানি কি পানি পছন্দ করেন?
রো হাম্মাম-  টয়লেটে যাও
রো বিল দার কোম/রো বিল আনতা গুরফা-   আপনার রুমে যান।
আনতা/আন্তি হেলওয়া-  আপনি সুন্দর
আনতা হালু(পুরুষ)-   আপনি সুদর্শন
আন্তি মজিনা(মাররা)-  তুমি খারাপ(মহিলা)
আনতা মুজিন(রাজুল)-   আপনি খারাপ(পুরুষ)
আনতি তাবিন শামাক?-  আপনি মাছ পছন্দ করে?
know-arabic-words-and-phrase-in-bengali-and-english


লা আনা তাবিন পিৎজা-  না, আমি পিজা পছন্দ করি
আনতি তাবিন দাজাজ?-  আপনি মুরগির মাংস পছন্দ করেন?
লা আনা তাবিন লাহাম-  না, আমি মাংস পছন্দ করি
 আন্তি তাবিন লাহাম?-  আপনি মাংস পছন্দ করেন?
 আন্তি তাবিন লাহাম?-  আপনি মাংস পছন্দ করেন?
 লা আনা তাবিন সামাক-  না, আমি মাছ পছন্দ করি।
শিনু গোল?(পুরুষ)-  সে কি বলেছে?
শিনু গাল(মহিলা)-  সে কি বলেছে?
ই-আল্লা, এমশি-  আস, চল যাই
রাহাত বিল মা’থার-  বিমানবন্দরে গিয়েছিল
আন্তি মা’শুপ?-   আপনি দেখতে পারেন না?
 লেইশ এন্তি মা’শুপ?-  কেন, আপনি দেখতে পারেন না?
লা, মা’শুপ শাই-   না, কিছুই দেখতে পাচ্ছি না।
 কুল্লু আসওয়াদ, লা/মা’আকু আব’ইয়াদ-  সব কালো, এখানে সাদা নেই
 আনা মা’শুপি শাই-  আমি কিছুই দেখতে পাচ্ছি না।
কুল্লু রোহ-  সবাই গিয়েছিল

No comments:

Post a Comment