2019/01/27

হিসাববিজ্ঞানের ধারণা, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা

হিসাববিজ্ঞানের ধারণা, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাঃ
ব্যয় পরিশোধ, পাওনা আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয় দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধের মত যাবতীয় আর্থিক কার্যাবলী যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে হিসাববিজ্ঞান বলে।
হিসাববিজ্ঞানের উদ্দেশ্যঃ লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীয়ত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জান সম্ভব নয়। তাই হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ঠ পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।

concept of accounting and its demand
concept of accounting, perpose and its demand

১।  হিসাববিজ্ঞান হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে-
(ক) আর্থিক কার্যাবলি সম্পাদনের যাবতীয় হিসাব লিপিবদ্ধ করা হয়
(খ) শুধুমাত্র চিহিৎসা ব্যবয়সমূহ লিপিবদ্ধ করা হয়
(গ) পারিবারিক হিসাবসমূহ রেকর্ড করে রাখা হয়
(ঘ) শুধুমাত্র ক্রয়হিসাব লিপিবদ্ধ করা হয়
(ঙ) কোনটিই নয়
২। হিসাববিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের কোন কোন পদ্ধতি আলোচনা করা হয়?
(ক) লিপিবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ ও সংরক্ষণ
(খ) লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকর ও ব্যাখ্যাকরণ
(গ) লিপিবদ্ধকরণ, পর্যায়িতকরণ ও প্রমিতকরণ
(ঘ) উপরের (ক)+(খ) নং
(ঙ) কোনটিই নয়
৩। হিসাববিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে কি কি প্রস্তুত করা হয়?
(ক) পণ্য
(খ) ফরময়েপত্র
(গ) চালানপত্র
(ঘ) হিসাববিবরণী ও প্রতিবেদন
(ঙ) কোনটিই নয়
৪। বিভিন্ন হিসাববিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের কি জানা যায়?
(ক) আর্থিক অবস্থা
(খ) শুধু বিক্রয়ের পরিমাণ
(গ) শুধু ক্রয়ের পরিমাণ
(ঘ) শুধু দেনাদারের পরিমাণ
(ঙ) উপরের সবগুলোই
৫। হিসাববিজ্ঞানকে কি বলা হয়?
(ক) ব্যবসায়িক জ্ঞান
(খ) ব্যবসায়িক ভাষা
(গ) ব্যবসায়িক লেনদেন
(ঘ) ব্যবসায়িক ঘটনা
(ঙ) কোনটিই নয়
৬। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল জানার জন্য কি প্রয়োজন?
(ক) হিসাববিজ্ঞানের জ্ঞান প্রয়োজন
(খ) কম্পিউটার প্রয়োজন
(গ) ক্যালকুলেটর প্রয়োজন
(ঘ) হিসাবরক্ষক প্রয়োজন
(ঙ) কোনটিই নয়
৭। লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ না করলে প্রতিষ্ঠানের কি জানা সম্ভব নয়?
(ক) ক্রয় ও বিক্রয়ের পরিমাণ
(খ) শুধুমাত্র দেনাদারের পরিমাণ
(গ) পাওনাদারের পরিমাণ
(ঘ) আর্থিক ফলাফল ও অবস্থা
(ঙ) ক+খ
৮। হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি?
(ক) লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা
(খ) প্রকারভেদ অনুযায়ী হিসাব রাখা
(গ) ব্যবসায়ের লাভের পরিমাণ জানা
(ঘ) ব্যবসায়ের ক্ষতির পরিমাণ বের করা
(ঙ) পাওনাদারের পরিমাণ বের করা
৯। ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয়ের জন্য কি প্রয়োজন?
(ক) বেশি বেশি বিক্রয় করা প্রয়োজন
(খ) বেশি বেশি ক্রয় করা প্রয়োজন
(গ) হিসাববিজ্ঞানের জ্ঞানের সঠিক প্রয়োগ প্রয়োজন
(ঘ) ব্যবসায়িক জ্ঞানের প্রয়োজন
(ঙ) উপরের কোনটিই নয়
১০। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণ লাভ করার জন্য নিচের কোন অপশনটি সঠিক?
(ক) সম্পদের পরিমাণ নির্ণয়
(খ) দায়ের পরিমাণ নির্ণয়
(গ) মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়
(ঘ) পাওয়াদার ও দেনাদারের পরিমাণ নির্ণয়
(ঙ) ক+খ+গ তিনটিই
১১। কোনটির সর্বাধিক নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব?
(ক) ব্যয় নিয়ন্ত্রণ
(খ) ক্রয় নিয়ন্ত্রণ
(গ) মজুদ নিয়ন্ত্রণ
(ঘ) চাহিদা নিয়ন্ত্রণ
(ঙ) উপরের সবগুলোই
১২। প্রতারণা ও জালিয়াতি রোধের জন্য কোনটির বিকল্প নেই?
(ক) সতর্কতার
(খ) সিসিটিভি ক্যামেরার
(গ) কড়া নজরদারির
(ঘ) হিসাববিজ্ঞানের জ্ঞানের
(ঙ) উপরের সবগুলো
১৩। ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কি প্রয়োজন হয়?
(ক) হিসাববিজ্ঞানের জ্ঞানের
(খ) বিক্রয়ের
(গ) পণ্য ক্রয়ের
(ঘ) পর্যাপ্ত তথ্য
(ঙ) কোনটিই নয়
১৪। সরকারের সকল কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সহায়ক ভূমিকা পালন করেÑ
(ক) শুল্ক
(খ) ভ্যাট
(গ) হিসাববিজ্ঞান
(ঘ) ক+খ
(ঙ) ক+গ
১৫। পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণের জন্য কি প্রয়োজন?
(ক) হিসাববিজ্ঞানের জ্ঞানের
(খ) পণ্যের চাহিদা 
(গ) প্রতিযোগীর সংখ্যা
(ঘ) উৎপাদন খরচ
(ঙ) কোনটিই নয়

উত্তরমালাঃ ১.ক, ২.খ, ৩.ঘ, ৪.ক, ৫.খ, ৬.ক, ৭.ঘ, ৮.ক, ৯.গ,১০.ঙ ১১.ক, ১২.ঘ, ১৩.ক.১৪.গ, ১৫.ক

No comments:

Post a Comment