2019/01/16

গুণ চিহ্নের জনক ও পঞ্চম শ্রেণি অধ্যায়-১ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন

william Oughtread, math free bangla class, magpietutorials, class five narrative questions
William Qughthread-A self-thought mathematicians
বন্ধুরা উইলিয়াম অগট্রেড ১৫৭৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাজীবন বলতে তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। তিনি যা অর্জন করছেন তা নিজের গবেষণা মেধায় অর্জন করেছেন। এককথায় বলতে গেলে তিনি একজন স্বশিক্ষিত মানুষ। মানে যার কোন শিক্ষক ছিল না।
তার উল্লেখযোগ অর্জনগুলোর মধ্যে হল- . লিনিয়ার স্লাইড রুল-যেটার সাহয্যে পদার্থ বিদ্যা এস্ট্রনমিতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। . তার লেখা বই হল: ক্লেলাভিস ম্যাথমেথিকায়ে।

নি¤ কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হল।
** গুণ্য এর সূত্র কী? : গুণ্য = গুণফল ¸গুণক
** গুণক এর সূত্র কী? : গুণক = গুণফল ¸গুণ্য
**  গুণের বিপরীত রার নাম কী? : ভাগ
**  মোট গাণিতিক প্রতীক কয়টি? : ১০টি
** গুণের কয়টি অংশ? : গুণের তিনটি অংশh_v-) গুণ্য ) গুণক ) গুণফল
** গুণফল কাকে বলে? : গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে
** গুণ কীসের সংক্ষিপ্ত রূপ? : যোগের সংক্ষিপ্ত রূপ
**  গুণকের অপর নাম কী? : গুণনীয়ক/উত্পাদক
**  গুণ কাকে বলে? : গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায়
**  গুণ কী ধরনের প্রক্রিয়া? : গুণ হলো পর্যায়ক্রমিক যোগ প্রক্রিয়া
** গুণ কী ধরনের প্রতীক? : গুণ হলো প্রক্রিয়া প্রতীক
**  গুণকে কোন্ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? : ‘–’ চিহ্ন দ্বারা
**  যে কোনো সংখ্যাকে শূন্য () দ্বারা গুণ করলে গুণফল কত হবে? : শূন্য ()
** গুণ্য কাকে বলে? : যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে
** গুণক কাকে বলে? : যে সংখ্যা দ্বারা গুণ্যকে গুণ করা হয় তাকে গুণক বলে
**  যে কোনো সংখ্যাকে দ্বারা গুণ করলে গুণফল কত হবে? : সংখ্যাটি নিজেই
**  গুণফল এর সূত্র কী? :গুণফল = গুণ্যগুণক
**  গুণক বা গুণ্য যে কোনো একটি শূন্য হলে গুণফল কত হবে? : শূন্য হবে

No comments:

Post a Comment