বন্ধুরা
উইলিয়াম
অগট্রেড
১৫৭৪ সালে জন্মগ্রহণ
করেছিলেন।
শিক্ষাজীবন
বলতে তার কোন
প্রাতিষ্ঠানিক
শিক্ষা নাই। তিনি
যা অর্জন করছেন
তা নিজের গবেষণা
ও মেধায় অর্জন
করেছেন।
এককথায় বলতে গেলে
তিনি একজন স্বশিক্ষিত
মানুষ। মানে যার
কোন শিক্ষক ছিল
না।
তার উল্লেখযোগ অর্জনগুলোর মধ্যে হল-
১. লিনিয়ার স্লাইড রুল-যেটার সাহয্যে
পদার্থ বিদ্যা ও
এস্ট্রনমিতে
ব্যাপক উন্নতি সাধিত
হয়েছে। ২. তার
লেখা বই হল:
ক্লেলাভিস
ম্যাথমেথিকায়ে।
নি¤ কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ
কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া
হল।
** গুণ্য এর
সূত্র
কী?
উ:
গুণ্য
= গুণফল
¸গুণক
** গুণক এর
সূত্র
কী?
উ:
গুণক
= গুণফল
¸গুণ্য
** গুণের বিপরীত
রার
নাম
কী?
উ:
ভাগ
** মোট গাণিতিক প্রতীক
কয়টি?
উ:
১০টি।
** গুণের কয়টি
অংশ?
উ:
গুণের
তিনটি
অংশ।
h_v-ক)
গুণ্য
খ)
গুণক
গ)
গুণফল
** গুণফল কাকে
বলে?
উ:
গুণ
করার
পর
যে
ফলাফল
পাওয়া
যায়
তাকে
গুণফল
বলে।
** গুণ
কীসের
সংক্ষিপ্ত রূপ?
উ:
যোগের
সংক্ষিপ্ত রূপ।
** গুণকের অপর
নাম
কী?
উ:
গুণনীয়ক/উত্পাদক
** গুণ কাকে
বলে?
উ:
গুণ
বলতে
যোগের
সংক্ষিপ্ত নিয়মকে
বোঝায়।
** গুণ কী
ধরনের
প্রক্রিয়া? উ:
গুণ
হলো
পর্যায়ক্রমিক যোগ
প্রক্রিয়া।
** গুণ
কী
ধরনের
প্রতীক?
উ:
গুণ
হলো
প্রক্রিয়া প্রতীক।
** গুণকে কোন্
চিহ্ন
দ্বারা
প্রকাশ
করা
হয়?
উ:
‘–’ চিহ্ন
দ্বারা।
** যে কোনো
সংখ্যাকে শূন্য
(০)
দ্বারা
গুণ
করলে
গুণফল
কত
হবে?
উ:
শূন্য
(০)
।
** গুণ্য কাকে
বলে?
উ:
যে
সংখ্যাকে গুণ
করা
হয়
তাকে
গুণ্য
বলে।
** গুণক কাকে
বলে?
উ:
যে
সংখ্যা
দ্বারা
গুণ্যকে গুণ
করা
হয়
তাকে
গুণক
বলে।
** যে কোনো
সংখ্যাকে ১
দ্বারা
গুণ
করলে
গুণফল
কত
হবে?
উ:
সংখ্যাটি নিজেই।
** গুণফল এর
সূত্র
কী?
উ:গুণফল = গুণ্য – গুণক
** গুণক বা
গুণ্য
যে
কোনো
একটি
শূন্য
হলে
গুণফল
কত
হবে?
উ:
শূন্য
হবে।
No comments:
Post a Comment